• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ০৯:১৫:২৮ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

এবার রিয়েলমি নিয়ে এলো সি-৮৫

১৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:৪৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তরুণদের পছন্দের ব্রান্ডের স্মার্টফোন রিয়েলমি। রিয়েলমি সি-৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর এবার এলো রিয়েলমি সি-৮৫। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে রিয়েলমি সি-৮৫-এ চরম সহনশীলতার উপযোগী করে তৈরি করা হয়েছে।

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি-৮৫ উন্মোচন করা হয়।

Ad
Ad

রিয়েলমি সি-৮৫-এ রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি একইসঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। এছাড়াও, অন্যান্য ডিভাইস চার্জের জন্য ফোনটিতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা, যা এটিকে বাস্তবে ‘পাওয়ার কম্প্যানিয়নে’ রূপান্তরিত করেছে।

রিয়েলমির যুগান্তকারী অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে সি-৮৫ নিয়ে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড- আইপি-৬৯ প্রো রেটিং। এই সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে।

এক্সট্রিম প্রোটেকশন ও শক্তিশালী ব্যাটারি সক্ষমতার পাশাপাশি ফোনটিতে রয়েছে দৃষ্টিনন্দন ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও অ্যাপ হ্যান্ডলিংয়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে।

এছাড়াও, ফটো প্রেমীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে।

আলট্রা ব্যাটারি পাওয়ার, রেকর্ড-ব্রেকিং ডিউরেবিলিটি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে রিয়েলমি সি-৮৫ পাওয়া যাবে সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু এই দুইটি অনন্য রঙে। দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে- রিয়েলমি সি-৮৫; ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০,৯৯৯ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২০০
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৯:১৬




সংবাদ ছবি
নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৫


Follow Us