• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ দুপুর ০২:৫১:৪৬ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ হয়েছে

৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২৬:৫৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলির ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

Ad

৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে তার এন্ডোসকপি সম্পন্ন হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

Ad
Ad

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে বিভিন্ন সময়ে জানিয়েছেন বিএনপি নেতারা।

এর মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল। তাদের পর্যালোচনার পর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছায় মেডিকেল বোর্ড।

এজন্য, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। তবে কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।

তবে, বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে বলে জানা গেছে।

এর আগে, গত জানুয়ারিতে চিকিৎসার জন্য যখন লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া, তখন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নলডাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:০৯


সংবাদ ছবি
সুব্রত বাইনের মেয়ে বিথি আটক
১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০১:৪২



Follow Us