• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই কার্তিক ১৪৩২ সকাল ১১:৩৭:৩৫ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

সাংবাদিকের হাত ভেঙে দেয়ার হুমকি, থানায় অভিযোগ

২৩ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০২:০৪

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বার্তা২৪.কম-এর গাজীপুর প্রতিনিধি আশিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের হাত ভেঙে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনায় সাংবাদিক আশিকুর রহমান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Ad

অভিযুক্ত ব্যক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার কলিম উদ্দিনের ছেলে। বিপ্লব হোসেন ওই এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নদীর মাটি কেটে অবৈধভাবে বিক্রি, ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা প্রদান এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত।

Ad
Ad

সাংবাদিক আশিকুর রহমান অভিযোগে উল্লেখ করেছেন যে, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ি এলাকায় একটি ইটভাটার রাস্তা আটকে দেওয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বিপ্লব। এ বিষয়ে প্রতিবেদন তৈরি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমস্যার সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করায় তিনি ক্ষুব্ধ হন।

Ad

২০ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক আশিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান তুরাগ এন্টারপ্রাইজের সামনে এসে বিপ্লব তার বাবাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এর কিছুক্ষণ পর সাংবাদিক আশিকুর রহমান পেশাগত কাজ শেষে প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে বিপ্লব তার পথ আটকে একই রকম হুমকি দেন।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
২৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩৭:০২


সংবাদ ছবি
সিরিজে সমতায় ফিরতে আজ মাঠে নামছে বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:২০:০৭




সংবাদ ছবি
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
২৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:০১:০৮





Follow Us