• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১২:২২:৩৩ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

সত্যি কী সকালের স্বাস্থ্যকর নাশতা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে?

৩০ জুলাই ২০২৫ সকাল ১০:১৮:৪৭

সংবাদ ছবি

লাইফস্টাইল ডেস্ক: সকালে কী খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন এই দুটি বিষয়ই আপনার হৃদরোগের ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যারা দিনের মোট ক্যালরির ২০ থেকে ৩০ শতাংশ সকালের নাশতা থেকে গ্রহণ করেন এবং পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার খান, তাদের কোমরের মাপ, ট্রাইগ্লিসারাইড এবং ‘গুড’ কোলেস্টেরলের মাত্রায় ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

স্বাস্থ্যকর সকালের নাশতার ভূমিকা: জার্নাল অব নিউট্রিশন, হেলথ অ্যান্ড এজিং-এ প্রকাশিত গবেষণাটিতে ৫৫ থেকে ৭৫ বছর বয়সী ৩৮৩ জন ওভারওয়েট বা স্থূলতা-আক্রান্ত অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়, যাদের মধ্যে তিনটি বা তার বেশি মেটাবলিক সিনড্রোমের উপসর্গ ছিল। তিন বছর ধরে এই অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করা হয় এবং তাদের নাশতার মান ও ক্যালরির পরিমাণ বিশ্লেষণ করে তিনটি ভাগে ভাগ করা হয়:

Ad
Ad

যারা ব্রেকফাস্টে দৈনিক ক্যালরির ২০ শতাংশ এর কম গ্রহণ করেন
যারা ২০ থেকে ৩০ শতাংশ ক্যালরি গ্রহণ করেন
যারা ৩০ শতাংশ এর বেশি ক্যালরি গ্রহণ করেন

Ad

ফলাফল: যারা দিনের ২০ থেকে ৩০ শতাংশ ক্যালরি ব্রেকফাস্টে গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে—

বিএমআই কমেছে ২ থেকে ৩ শতাংশ
কোমরের পরিমাপ কমেছে ২ থেকে ৪ শতাংশ
ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমেছে ৯ থেকে ১৮ শতাংশ
এইচডিএল বা ‘ভালো’ কোলেস্টেরল বেড়েছে ৪ থেকে ৮ শতাংশ

অন্যদিকে, যারা গুণগত মানসম্পন্ন খাবার দিয়ে নাশতা করেছেন, তাদের—

কোমরের পরিমাপ কমেছে ১.৫ শতাংশ
ট্রাইগ্লিসারাইড কমেছে ৪ শতাংশ
এইচডিএল কোলেস্টেরল বেড়েছে ৩ শতাংশ

গবেষকদের মতে, এসব পরিবর্তন হৃদরোগ প্রতিরোধে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

সকালে যেসব খাওয়া উচিত: গবেষণায় বলা হয়, ভালো ব্রেকফাস্ট মানে এমন একটি খাবার যা উচ্চ মানের প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার এবং পটাসিয়াম ও আয়রনের মতো মিনারেলে সমৃদ্ধ যেখানে অতিরিক্ত চিনি বা স্যাচুরেটেড ফ্যাট কম থাকবে।

উপযুক্ত সকালের নাশতার কিছু উদাহরণ:

ওটমিল, বাদাম, বেরি দিয়ে
অ্যাভোকাডো টোস্ট, ডিমের সাথে সবজি
গ্রিক ইয়োগার্ট, ফল, গ্রানোলা
ডিম ও সবজি দিয়ে তৈরি স্ক্র্যাম্বল
ফলের সঙ্গে লো-ফ্যাট দই
ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যে নাশতা করে ফেলাই উত্তম।

কেন গুরুত্বপূর্ণ সকালের খাবার: সকালের নাশতা না খেলে শরীরে নানা সমস্যা দেখা দেয় বলছেন চিকিৎসকরা। তাই তারা সকালে স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিষয়ে জোড় দিয়েছেন। রাতে দীর্ঘসময় না খেয়ে সকালেও খাবার বাদ দিলে শরীরে নানা সমস্যা হয়। এমনকি অসুস্থ হওয়ার ঝুঁকিও থাকে। সকালের নাশতা যেসব ভূমিকা রাখে:

রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে
সারাদিনের খাবারের ধরন নির্ধারণে সাহায্য করে
হরমোনের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ কমায়
মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায়

যারা সঠিক পরিমাণ ও পুষ্টিসমৃদ্ধ ব্রেকফাস্ট করেন, তাদের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই শুধু সকালের খাবার না খাওয়ার অভ্যাস পরিহার করলেই হবে না, কী খাচ্ছেন ও কতটা খাচ্ছেন তা বুঝে নির্বাচন করাটাও সমান জরুরি।

সূত্র: হেলথলাইন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us