• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ সকাল ১১:২৫:৪৭ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

২০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০১:২৯

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ ভারত করবে না জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

Ad

১৯ ডিসেম্বর শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

Ad
Ad

ঢাকা থেকে আলজাজিরার প্রতিবেদক মৌদুদ আহমেদ সুজন জানান, অবসরপ্রাপ্ত এক বাংলাদেশি সেনা কর্মকর্তা প্রকাশ্যে ভারতের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতার জন্য দায়ীদের আশ্রয় দিচ্ছে ভারত।

শাহবাগে এক বিক্ষোভে বক্তব্য দিতে গিয়ে সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান— যিনি নিজেকে শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার দাবি করেন— ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে।

রহমান আরও দাবি করেন, হাদির হত্যার সঙ্গে জড়িত যারা ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে বিচারের মুখোমুখি করতে হবে।

তবে এসব অস্বীকার করে বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবেই অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।
 
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনে। এই বাস্তবতার উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় এক তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও দেশটি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে।

আল জাজিরার আরেক প্রতিবেদক তানভীর চৌধুরী জানান, শাহবাগে বিক্ষোভকারীদের মধ্যে প্রবল ভারতবিরোধী মনোভাব দেখা যাচ্ছে। তারা বলছে, বিশেষ করে নির্বাচনের আগে ভারত সব সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকেই উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৫:৫০

সংবাদ ছবি
টিভিতে আজকের খেলা
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০২:১৩









Follow Us