• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৭:০৮ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

২৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১০:১৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হলে নিজ দায়িত্বে পলিথিন পরিহার করতে হবে। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

Ad
Ad

২৯ সেপ্টেম্বর রোববার পরিবেশ অধিদপ্তরের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

Ad

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে এবং দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ প্রমুখ।

বক্তারা পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং এর বিকল্প পণ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এর আগে, পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিনের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন করেন এবং মেলায় প্রদর্শিত ২৪টি স্টল ঘুরে দেখেন। মেলায় পরিবেশবান্ধব পণ্য যেমন পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us