• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ০২:০৬:৪৯ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

হাদির জানাজায় অংশ নিতে মিছিল নিয়ে দলে দলে আসছে মানুষ

২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৪:২৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে শুরু করেছেন মানুষ। স্লোগান সহকারে একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছে।

Ad

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেওয়া হচ্ছে।

Ad
Ad

এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী টহল দিচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার মোতায়েন রয়েছে।

বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছায় হাদির মরদেহ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তা সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৪৪:০৭






সংবাদ ছবি
জানাজা পড়াবেন বড় ভাই, খোঁড়া হচ্ছে কবর
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪১:০০


Follow Us