ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘বিগত সময়ে জুলুমতন্ত্র কায়েম ছিল। আজকের তরুণ প্রজন্মের মাধ্যমে আগামী দিনে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।’

২৯ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ শাখা শিবির একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আপনারা যারা এখন শিক্ষার্থী, তাদেরকে সময় নষ্ট করলে চলবে না। বেশি বেশি পড়াশোনা করতে হবে।
তিনি আরও বলেন, ‘ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম জুলমতন্ত্র কায়েম ছিল। আমাদের অনেক ভাইদের শেখ হাসিনার আমলে এই জনপদে ধরে ধরে হত্যা করা হয়েছে। অনেক ছাত্র ভাইয়ের চোখ উপড়ে নির্মম ভাবে খুন করেছে বিগত খুনি সরকার।’
ঝিনাইদহ শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available