• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৩৬:২৪ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে উধাও শিক্ষার্থীরা

১১ অক্টোবর ২০২৫ সকাল ১০:০৮:৫৭

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়েছে শিক্ষার্থীরা। তালা লাগিয়ে তারা সেখান থেকে সরে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিততিতে তালা ভাঙা হয়।

১০ অক্টোবর শুক্রবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। এতে আটকা পড়ে শিক্ষকবাহী কয়েকটি মাইক্রো বাস, একটি শিক্ষার্থীবাহী ডাবলডেকার বাস ও অর্ধশতাধিক শিক্ষার্থী।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, আমরা তাদেরকে তালা লাগানোর কারণ জিজ্ঞাসা করলে তারা বলেছে, শিক্ষক নিয়োগ বোর্ডে আওয়ামী লীগপন্থি এক শিক্ষককে প্রসিডেন্ট করা হয়েছে। সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। তারই প্রতিবাদে আমরা তালা লাগিয়েছি। এরপর তারা সেখান থেকে চলে যায়। প্রক্টরিয়াল বডি এসেও তাদের কোনো খোঁজ পাননি।

Ad

এতে ভোগান্তির শিকার শিক্ষার্থী বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কেন ভোগান্তি শিকার হতে হচ্ছে?

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, যারা তালা লাগিয়েছে তাদেরকে তো এখানে হাজির থাকতে হবে এবং কেন তারা তালা লাগিয়েছে সেটা জানাতে হবে। এখানে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে এবং যারা তালা লাগিয়েছে তারা নাই, সেহেতু আমরা তালা ভেঙ্গে দিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৫

সংবাদ ছবি
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭






Follow Us