• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১২:১১:২৪ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

নোবিপ্রবিতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ

১০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৫:২৬

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনীতি এবং রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করেছে রিজেন্ট বোর্ড। গত ৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

৯ সেপ্টেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের পড়াশোনা পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সর্বপ্রকার দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলসমূহের সহযোগী/অঙ্গ/ ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সাথে যুক্ত হয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ ও সর্বপ্রকার দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

Ad

আরও বলা হয়, নোবিপ্রবি আইন ২০০১ এর ধারা ৪৭(৫) ও (৬) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হাওয়া বা রাজনৈতিক মতাদর্শ প্রচার করার কোনো সুযোগ নেই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রথম রিজেন্ট বোর্ডের ৪৫তম আলোচ্য সূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অথবা সর্বপ্রকার দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের শাস্তির বিষয়ে বলা হয়, উপরোক্ত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং এ  সিদ্ধান্ত লঙ্ঘনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us