• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ০৯:১৮:০১ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবের পরিচালনা পর্ষদের চূড়ান্ত তালিকা প্রকাশ

১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৭:৩৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের ২০২৫–২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন বোর্ড কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Ad

এছাড়াও ক্লাবের পরিচালনা পর্ষদের জন্য ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন, যারা আগামী মেয়াদে রিয়েল এস্টেট, নির্মাণ খাত এবং সংশ্লিষ্ট সকল ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প—যার মধ্যে সিমেন্ট, রড, ইট, বালি, টাইলস, সিরামিক, বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী, প্রকৌশল সেবা, স্থাপত্য, ডেভেলপমেন্ট ও অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত—এই সব খাতের উন্নয়নে নেতৃত্ব প্রদান করবেন।

Ad
Ad

নির্বাচিত পরিচালকরা হলেন- এম. জি. আর. নাসির মজুমদার, এ. এস. এম. শায়খুল ইসলাম, এফসিএমএ (FCMA), এস. এম. এমদাদ হোসেন, স্থপতি সাঈদ পারভেজ রেজা লতিফ, মো. মনির হোসেন, এস. এম. হাবিবুর রহমান, মিস মৌসুমি ইসলাম, মোহাম্মদ শাহ আলম মোল্লা, শেখ আবুল হাসেম, প্রকৌশলী এস. এম. পালাশ, প্রকৌশলী মোহসিন সেলিম এবং এ. কে. এম. মিজানুর রহমান, এফসিএ (FCA)।

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হয় নির্বাচনটি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল অনুমোদন ও স্বাক্ষর করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তানভীরুল হক প্রবাল এবং সদস্য আবুল কালাম আজাদ ও আব্দুল মোনিম।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদ রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের পাশাপাশি সংশ্লিষ্ট সকল ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে টেকসই উন্নয়ন, পেশাদারিত্ব, স্বচ্ছতা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেড নবনির্বাচিত সভাপতি ও সকল পরিচালককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২০০
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৯:১৬




সংবাদ ছবি
নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৫


Follow Us