• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০১:০৫:৫৫ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লা কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গেই থাকছেন পাপিয়া

৪ জুলাই ২০২৩ বিকাল ০৫:৫৮:১৫

সংবাদ ছবি
“যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া”

কুমিল্লা প্রতিনিধি: জেলে হাজতি নির্যাতনের ঘটনায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের পর থেকে পাপিয়াকে কুমিল্লা কারাগারের সাধারণ ওয়ার্ডেই রাখা হয়েছে।

৪ জুলাই মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রুনা নামের এক হাজতিকে নির্যাতনের অভিযোগে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর ভাই। এ ঘটনায় দুইটি তদন্ত কমিটির মাধ্যমে নির্যাতনের সত্যতা পাওয়া গেলে গতকাল সোমবার তাকে কুমিল্লা কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। পরে তাকে নিয়ে রাত সাড়ে ৯ টার দিকে কারাগারের একটি প্রিজনভ্যান কুমিল্লায় এসে পৌঁছায়।

Ad

যেহেতু মারধরের ঘটনায় পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে তাই তার বিষয়ে বাড়তি কোনো নিরাপত্তা রাখা হবে কিনা এ প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন, পাপিয়াকে সাধারণ কয়েদিদের সঙ্গেই সাধারণ ওয়ার্ডে রাখা হবে। এখানে অন্য বন্দিরা যেভাবে থাকেন তিনিও সেভাবেই থাকবেন।

তিনি আরও বলেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি আছেন। কারাগারে মাত্র দুটি সেল আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয়। সেসব সেলে দুইজন করে চারজন হাজতিকে রাখা যেতে পারে। কিন্তু সেখানেও অন্তত ১০ আসামি বন্দি আছেন। নতুন অবকাঠামোর নির্মাণকাজ চলছে। এটি সম্পন্ন হলে এই সমস্যাগুলো আর থাকবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us