সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের দুই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ব্যবসায়ী নুর মোহাম্মদ ও ওমর ফারুক চৌধুরী সিআইপি মনোনীত হয়েছেন।

তারা দুজন ১৭ ডিস্বের বুধবার উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে সম্মাননা ট্রফি গ্রহণ করেন।


নুর মোহাম্মদ সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির ৪নং ওয়ার্ড মগুয়া গ্রামের সন্তান ও ওমান প্রবাসী ব্যবসায়ী, তিনি সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক। নুর মোহাম্মদ দ্বিতয়ী বারের মতো সিআইপি মনোনীত হলেন।
অপরদিকে সেনবাগের কাদরা ইউপির ডালুয়া গ্রামের মোনহর আলী চৌধুরী বাড়ির আবুল কামেশ চৌধুরী ছেলে কাতার প্রব্সাী ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী এ বছর সিআইপি মনোনীত হয়েছেন। ওমর ফারুক চৌধরী আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দুজন সিআইপি মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠন তাদেরকে অভিনন্দন জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available