• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ১০:৩১:৩০ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৪:০০

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ এলাকায় হাইস ভ্যান ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. কাওসার (২৬) নামের একজন মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

Ad

৫ ডিসেম্বর শুক্রবার ভোরে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. কাওসার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্র জানায়, ভোরে ফটিকছড়ি থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন কাওসার। পথে ফরহাদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাজিরহাটমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক কাওসারসহ সাতজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নেওয়ার পথেই চালক কাওসার মৃত্যুবরণ করেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট গাড়িগুলো জব্দ করা হয়েছে। আহতদের নাম পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে, পরে বিস্তারিত জানানো হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us