• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ সকাল ১১:৪১:৩৩ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৫:৫৪

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গণঅধিকার পরিষদ (জিওপি) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

২৬ অক্টোবর রোববার বিকেলে লালমনিরহাট শহরের জেলা পরিষদ পুরাতন অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

Ad
Ad

গণঅধিকার পরিষদ (জিওপি) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাইমুল ইসলাম নাঈম, গণপরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শিষ, ছাত্র অধিকার পরিষদ নেতা ফাইজুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সম্পাদক হামিদুল ইসলাম, এ্যাড. জে এইচ রাসেলসহ নেতাকর্মীরা।

Ad

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ—আমাদের অঙ্গীকার; জনতার অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রকৃত গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দলীয় নেতারা সংগঠনের আগামী দিনের কর্মপন্থা নিয়েও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us