• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৩:২৮:১৪ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

বিজয়ের উদিত সূর্যের জন্য সেজেছে স্মৃতিসৌধ

১৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫২:২৩

সংবাদ ছবি

সাভার প্রতিনিধি: বিজয়ের মাহেন্দ্রক্ষণকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বইছে এক অন্যরকম আবহ। সবুজের চাদরে মোড়ানো স্মৃতিসৌধ যেন গর্ব আর স্মৃতির সম্মিলনস্থল। ধোয়ামোছা, সৌন্দর্যবর্ধন আর আলোকসজ্জায় স্মৃতিসৌধ এখন বিজয়ের সাজে সজ্জিত।

প্রতিটি লাল ইটের পথ যেন বয়ে আনে একাত্তরের সেই রক্তিম দিনের কথা। পা ফেললেই মনে হয়, মুক্তির লাল সূর্যের আলোক রেখায় মিশে আছে লাখো শহীদের অশ্রু আর রক্ত। বাগানের প্রতিটি ফুল যেন বলে যায় বিজয়ের গল্প। আর লেকের পানিতে ফুটে থাকা লাল শাপলা স্মরণ করায় আমাদের মুক্তির ত্যাগ।

Ad
Ad

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজনুর রহমান জানান, ৮ ডিসেম্বর থেকেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পুরো এলাকা নতুন করে সাজানো হয়েছে। বিজয়ের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে এটি উন্মুক্ত করা হবে সবার জন্য।

Ad

স্মৃতিসৌধে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত হায়দার আলী বলেন, প্রতিবছর এই সময়টা আমাদের জন্য গর্বের। এবারও দিন রাত পরিশ্রম করে পুরো এলাকা ধুয়ে মুছে, রঙ করে ও ফুলের চারা লাগিয়ে সাজিয়েছি। এটি শহীদদের প্রতি আমাদেরও শ্রদ্ধার প্রকাশ।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us