• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৯:২৮:৫৫ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীতে শেষ হলো রাস উৎসব

১৫ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩৫:৫১

সংবাদ ছবি

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।

১৫ নভেম্বর শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের তীরে ভগবত গীতা পাঠ, গঙ্গার পূজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে দেশ ও জাতি জন্য আর্শীবাদ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

Ad
Ad

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, সাগর বা নদীতে পূর্ণিমার জোয়ারে স্নানের মাধ্যমে তাদের পূর্বের পাপ মোচন হয়ে যায়।

Ad

এর আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করে সনাতনী নারীরা।

এ সময় উলুধ্বনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয় ওঠে পুরো সৈকত। এছাড়া মাথান্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানতকারী। পুণ্যস্নানের মাধ্যমে জ্ঞাত-অজ্ঞাত সকল পাপ মোচন হয়ে আবার নিজেকে পরিশোধন করার এরকম সুযোগ বার বার জীবনে আসুক এই প্রার্থনা করেন কৃষ্ণ ভক্তরা।

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শতশত নারী-পুরুষ শুভ সন্ধ্যায় পুণ্যস্নানে অংশগ্রহণ করতে এসেছেন। এবছর যে রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে এতে কোনো প্রকার সমস্যা হয়নি। সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে সক্ষম হয়েছি। অনেক মানুষ স্নান করছে কিন্তু প্রশাসনের সহায়তার জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us