• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ১০:৫১:০৫ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে বন্যার পানিতে আরেকজনের মৃত্যু

২৭ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৯:৪০

সংবাদ ছবি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে সিরাজুল হক (৬০) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৬ আগস্ট সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে । সিরাজুল উপজেলার ঢালুয়া ইউপির গোরকমুড়া গ্রামের বাসিন্দা।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোরকমুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক বৃদ্ধকে বন্যা কবলিত এলাকা পার করতে যান সিরাজুল হক। ফেরার পথে পানির স্রোতে নৌকা উল্টে নিখোঁজ হন তিনি। পরে সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি তাকে।

Ad
Ad

এলাকাবাসী আরও জানায়, নিখোঁজ হওয়ার পর স্পিডবোট না থাকায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে সোমবার বেলা ১২টার দিকে অনেক খোঁজাখুঁজি পর সিরাজুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী মুঠোফোন বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকার অনেক পানি হওয়ায় তাদের অনেক বার বলেছি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে রাজি নন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us