• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৯:২৮:৫৮ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১২ জুলাই ২০২৪ দুপুর ০২:৫৮:৫৫

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকায়।

এলাকার লোকজন জানায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের ফকির পাড়ার মো. বেলাল হোসেনের মেয়ে মোছা. আয়শা সিদ্দিকা ওরফে বন্যার (১৭) সাথে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকার মো. হোসেন আলির ছেলে মো. আবু বক্কর সিদ্দিক বাদশার (২৭) বিয়ে হয় প্রায় দেড় বছর পূর্বে। বিয়ের পর তাদের সংসারে একটি ১ বছর ৩ মাস বয়সী সন্তান রয়েছে। তার নাম আবু ইসরাক বোরহান।

Ad
Ad

গত দুই দিন থেকে জ্বর ও পাতলা পায়খানা করছিল নিহত গৃহবধূ। ১১ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জ্বর বেশি হলে দ্রুত নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে। সেখানে নেয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

Ad

পরে ঘটনা স্থান পরিদর্শন করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. সাইফুল ইসলাম, নীলফামারী সদর সার্কেল মোস্তফা মঞ্জুর, পিপিএম সেবা ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম।

এ ঘটনায় নিহতের স্বামী আবু বক্কর সিদ্দিক বাদশা ও দেবর আবু বক্কর সিদ্দিক রাজাকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us