• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:১২:১৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০০:৪৫

সংবাদ ছবি

খুলনা ব্যুরো: ‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ৬ এপ্রিল শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খুলনা সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

Ad
Ad

খুলনার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. নাজমুল কবীর, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. কাজী আবু রাশেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

Ad

অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার পূরণের লক্ষ্যে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ওঁতপ্রোতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। আমাদের দেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত। বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এখান থেকে জনগণ স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারছে।

এর আগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিকে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ৭ এপ্রিল ছিলো বিশ্ব স্বাস্থ্য দিবস। শবে কদরের নামাজের কারণে সরকার ৬ এপ্রিল দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
গাজীপুর সাফারি পার্কে আর কোনো জিরাফ নেই
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৭:০০





সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬




Follow Us