• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:০৫:০৭ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫৫:১০

সংবাদ ছবি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি সৌধ কমপ্লেক্সের এম্পিথিয়েটারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Ad
Ad

উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে টুঙ্গিপাড়া আর্ট স্কুল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

Ad

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক কামরুজ্জামান সাগর, টুঙ্গিপাড়া আর্ট স্কুলের সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান পলিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক শিশু অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় শিশুরা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে।  

পরে সকলে বঙ্গবন্ধু সমাধিতে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনে সমাধি বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৫

সংবাদ ছবি
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭




Follow Us