• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১০:২১:১৭ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অপরিহার্য: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

২৭ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৩:৩৫

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অপরিহার্য। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত অগ্রযাত্রা বিশ্বের দরবারে তুলে ধরে দেশের উন্নয়নে অবদান রাখছেন। এজন্য সংবাদপত্র একটি দেশের চতুর্থ ভিত্তি হিসেবে পরিচিত।

২৭ জানুয়ারি  শনিবার সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সিলেট জেলা প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

Ad
Ad

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমানে ঢাকা-সিলেট চার লেন, সিলেট-তামাবিল ছয় লেনসহ অসংখ্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ কাজগুলো সমাপ্ত হলে সিলেটের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সারা দেশের সাথে সিলেটের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে।

Ad

নিজের সর্বোচ্চ দিয়ে জনগণের সেবা করতে চাই উল্লেখ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা যাতে সকল ধরনের সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী, দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্ত, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ সংগ্রাম সিংহ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us