• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:৫৭ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারিদের চিহ্নিত করতে হবে: আব্দুর রহমান

২০ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭:৫২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে ফরিদপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, অনেকেই আজ আওয়ামী লীগ সেজে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হলে দলের নিবেদিত প্রাণ কর্মীদের গুরুত্ব দিতে হবে।

Ad
Ad

এসময় ফরিদপুরের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Ad

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বলেন, আজকে এই সংবর্ধনা আমার নয়, এটা এই জেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।

২০ জানুয়ারি শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে ফরিদপুর শহরের মুজিব সড়কে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোসসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩








Follow Us